-->
logo

এইচটিসিকে কিনে নিচ্ছে গুগল!


এইচটিসিকে কিনে নিচ্ছে গুগল!

তাইওয়ানের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা এইচটিসিকে পুরোপুরি অথবা অংশবিশেষ কিনে নেওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগল। তাইওয়ানের ‘কমার্শিয়াল টাইমস’-এর এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। এর আগে গত আগস্টে এইচটিসি কর্তৃপক্ষ তাদের স্মার্টফোন ব্যবসা বিক্রি করতে আগ্রহী, এমন তথ্য পৃথক আরেকটি খবরে প্রকাশিত হয়েছিল।

যুক্তরাষ্ট্রের বাজারে একসময়ের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা হিসেবে পরিচিত ছিল এইচটিসি। তবে কিছুদিন ধরে এইচটিসি তাদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। এইচটিসির ফ্ল্যাগশিপ কয়েকটি স্মার্টফোন জনপ্রিয়তা পায়নি। এ ছাড়া এইচটিসি কর্তৃপক্ষ স্মার্টফোন থেকে ভার্চ্যুয়াল রিয়্যালিটি হেডসেট ব্যবসাকে পৃথক করে ফেলেছে।

এইচটিসির প্রতি গুগলের আগ্রহী হওয়ার পেছনে বেশ কিছু যুক্তি দিয়েছে ‘কমার্শিয়াল টাইমস’-এর ওই প্রতিবেদনে। গুগলের পিক্সেল ব্র্যান্ডের স্মার্টফোন তৈরি করে এইচটিসি। অর্থাৎ, পিক্সেল ব্র্যান্ডের স্মার্টফোন তৈরিতে গুগলের জন্য উপযোগী হবে এইচটিসি। তবে গুগলের হার্ডওয়্যার তৈরির বিষয়ে বাজে অভিজ্ঞতাও রয়েছে। এর আগে মটরোলা মোবিলিটিকে কিনে তা কয়েক বছর পরই বিক্রি করে দিয়েছিল গুগল। আবারও কেন একই পথে হাঁটবে?

বিশ্লেষকদের বরাতে কমার্শিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এইচটিসির বাজে আর্থিক অবস্থার পাশাপাশি গুগলের সফটওয়্যার, কনটেন্ট, হার্ডওয়্যার, নেটওয়ার্ক, ক্লাউড, কৃত্রিম বুদ্ধিমত্তা মিলিয়ে নিখুঁত ফোন তৈরির আগ্রহ থেকেই এইচটিসিকে কেনার ঘটনা ঘটতে পারে। গুগল এ ক্ষেত্রে কৌশলগত বিনিয়োগ বা এইচটিসির স্মার্টফোন গবেষণা ও উন্নয়ন দলে বিনিয়োগ করতে পারে।

গুগল ও এইচটিসির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। তথ্যসূত্র: সিএনবিসি।

তথ্যসূত্র : প্রথমআলো অনলাইন।

Tags

advertisement centil

This blog is created for your interest and in our interest as well as a website and social media sharing info Interest and Other Entertainment.