-->
logo

৩ নভেম্বর মুক্তি পাচ্ছে পরীমনির ‘ইনোসেন্ট লাভ’


চিত্রনায়িকা পরীমনি অভিনীত ‘ইনোসেন্ট লাভ’ ছবিটি আগামী ৩ নভেম্বর মুক্তি পাচ্ছে। দেশব্যাপী শতাধিক সিনেমা হলে ছবিটি মুক্তির প্রক্রিয়া চলছে। জাগো নিউজকে ছবিটির মুক্তির তারিখ জানিয়েছেন এর প্রযোজক রমিজ উদ্দিন।

‘ইনোসেন্ট লাভ’ ছবিটি পরিচালনা করেছেন অপূর্ব রানা। তিনি জানান, ‘ভালো একটি গল্পের ছবি এটি। চলচ্চিত্রের অস্থিরতাসহ নানা জটিলতায় ছবির কাজ শেষ করতে সময় লেগেছে। ৩ নভেম্বর মুক্তি দেয়া হবে ছবিটি। শিগগিরই গান ও ট্রেলার প্রকাশ হবে।’


এর আগে ১৬ আগস্ট বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে পরীমনির ‘ইনোসেন্ট লাভ’। এই নায়িকা বলেন, এটি আমার ক্যারিয়ারের প্রথমদিকের ছবি। এতে আমার চরিত্রের নামও পরী। আমার বাবার চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা আঙ্কেল। ভার্সিটিপড়ুয়া এক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। অবশেষে অপেক্ষার অবসান শেষে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

মৌলিক গল্পের ‘ইনোসেন্ট লাভ’ ছবিতে পরীমনির নায়ক জেফ। আরো অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, সুব্রত, আমির সিরাজী, রমিজ, কাবিলা, ঝিনুক, হাবিব খান, শরীফ চৌধুরী প্রমুখ।

সূত্র : জাগোনিউজ২৪.কম

Tags

advertisement centil

This blog is created for your interest and in our interest as well as a website and social media sharing info Interest and Other Entertainment.