-->
logo

যেভাবে আপনার ব্লগের মোট পোস্ট ও মন্তব্য সংখ্যা প্রকাশ করবেন

আজ আমি আপনাদের মাঝে আবারও নতুন পোস্ট নিয়ে হাজির হলাম।
আমার জানা মতে এটি নিয়ে টিটিতে আর কোন টিউন হয়নি, যদিও হয়ে থাকে আগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি।

মোট পোস্ট ও মন্তব্য সংখ্যা

এই গেজেটটি দিয়ে আপনার ব্লগে মোট কতটি পোস্ট (Post) প্রকাশিত হয়েছে এবং আপনার ব্লগের ভিজিটর-পাঠকরা  (Visitor-Reader) মোট কতগুলো মন্তব্য (Comment) করেছেন তা দেখা যাবে।
বরাবরের মত এই সুবিধাটিও ব্লগে স্থাপন করা খুব সহজ।
  • নিচের দেয়া কোডটি কপি (Copy) করে নিয়ে একটি নতুন HTML/ Javascripts গেজেটে পেস্ট (Paste) করে দিন।
  • গেজেটটির নাম 'ব্লগ পরিসংখ্যান' (Blog Statistics) বা নিজের পছন্দমতো কোন একটি দিন।
  • কোডের অভ্যন্তরের  techtunes.com.bd লেখাটি (বোল্ড করা) পাল্টে আপনার ব্লগের ঠিকানাটি (Blog address) লিখে দিন।
  • এবার সেভ (Save) করুন।
1
2
3
4
5
6
7
8
9
10
<script style="text/javascript">
function numberOfPosts(json) {
document.write('Posts: <b>' + json.feed.openSearch$totalResults.$t + '</b><br>');
}
function numberOfComments(json) {
document.write('Comments: <b>' + json.feed.openSearch$totalResults.$t + '</b><br>');
}
</script>

সেটিংস পরিবর্তন করা

  • কোডটির দুইটি সেটিংস পরিবর্তন করতে পারবেন।
  • Posts: লেখাটি যেখানে রয়েছে সেখানে 'Post' লেখাটি (বোল্ড করা) পাল্টে 'পোস্ট সংখ্যা' বা অন্য যে কোন বাংলা শব্দ লিখতে পারবেন।
  • Comments: লেখাটি যেখানে রয়েছে সেখানে 'Comments' শব্দটি (বোল্ড করা) পাল্টে 'মন্তব্য সংখ্যা' বা অন্য যে কোন বাংলা শব্দ লিখতে পারবেন।
  • font color="blue" পাল্টে 'black' কিংবা 'red' অথবা যে কোন রঙ লিখে দিতে পারবেন।
আশা করি সবাই পারবেন, আর ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেন না ।

Tags

advertisement centil

This blog is created for your interest and in our interest as well as a website and social media sharing info Interest and Other Entertainment.