-->
logo

আপনার ব্লগের লেবেলগুলকে সংখ্যা বিহীন দেখানোর উপায়

এর আগের একটি পোস্টে কিভাবে ব্লগের লেবেলগুলোকে (Blog label) কিভাবে ড্রপডাউন মেন্যুতে নেওয়া যায়। এবার হাজির হলাম কিভাবে আপনার ব্লগের লেভেলগুলোকে সংখ্যা বিহীন করবেন।
লেবেলের অন্তর্ভূক্ত পোস্ট সংখ্যা বিহীন করার উপায় নিচে দেওয়া হল:-
  • ব্লগার.কম এ লগইন (Login)করুন।
  • Page Elements পাতায় আপনার লেবেল গেজেটটিতে (Label Gadget) ক্লিক করুন।
  • যে উইন্ডোটি আসবে সেখানে লক্ষ্য করুন
  • Show number of posts per label
  • উপরের লেখাটির পাশের টিক চিহ্নটি (Tick mark) উঠিয়ে দিন।
  • সেভ করুন (Save)।
  • আপনার লেবেলগুলির পাশে আর কোন সংখ্যা দেখা যাবে না।
আশা করি সবাই বুজতে পেড়েছেন।

Tags

advertisement centil

This blog is created for your interest and in our interest as well as a website and social media sharing info Interest and Other Entertainment.