-->
logo

থ্রিডি ষ্টুডিও ম্যাক্স টিউটোরিয়াল : ভলিউম লাইট ব্যবহার

সাধারনভাবে কোন বস্তুর ওপর আলো পড়লে সেই বস্তুকে আলোকিত দেখা যায়। বড়জোর সেই আলোর রং থাকলে বস্তুর ওপর তার প্রভাব দেখা যায়। ভলিউম লাইট ব্যবহার করে সেই আলোকরস্মি দেখার ব্যবস্থা করা যায়। আলোর যায়গাটুকু ঘন বস্তুর মত দেখা যায় বলেই এর নাম ভলিউম লাইট। যেমন আপনি দেখাতে চান একটি টর্চ থেকে আলো বের হচ্ছে, কিংবা ছোট একটি ছিদ্র দিয়ে আলোকরষ্মি প্রবেশ করছে। ভলিউম লাইট এর সমাধান। থ্রিডি ষ্টুডিও ম্যাক্সে ভলিউম লাইট ব্যবহার করে একদিকে যেমন আকর্ষনীয় দৃশ্য তৈরী করা যায় অন্যদিকে এর রং, ঘনত্ব এবং অন্যান্য বিষয়কে এনিমেট করে স্পেশাল ইফেক্ট তৈরী করা যায়।


কাজটি কিভাবে করবেন জেনে নিন।

.          ভলিউম লাইট শুধুমাত্র ক্যামেরা এবং পারস্পেটটিভ ভিউপোর্টে রেন্ডার করা যায়। এদুটির কোন একটি ভিউপোর্টে যান।
.          যদি আগে থেকে লাইট না থাকে তাহলে ম্যাক্স সিনে একটি টার্গেট স্পট লাইট তৈরীর জন্য Create প্যানেলে Lights ট্যাব সিলেক্ট করুন।
.          Target Spot বাটনে ক্লিক করুন।
.          সিনের যেখানে লাইটের কেন্দ্র থাকবে সেখানে ক্লিক করুন এবং ড্রাগ করে টার্গেট বিন্দু পর্যন্ত যান। টার্গেট স্পট লাইট তৈরী হবে এবং আলোর একটি Cone কোন দেখা যাবে।
.          কুইক রেন্ডার (F9) করে সিনটি দেখে নিন।
.          ভলিউম লাইট ইফেক্ট যোগ করার জন্য মেনু থেকে Rendering – Environment সিলেক্ট করুন
.          Environment প্যানেলে Add বাটনে ক্লিক করুন।
.          লিষ্ট থেকে Volume light সিলেক্ট করুন।
.          Pick Light বাটনে ক্লিক করুন এবং যে লাইটকে ব্যবহার করতে চান সেটা সিলেক্ট করুন। একই সিনে একাধিক লাইটকে ভলিউম লাইটের জন্য ব্যবহার করা যায়।
.          সিনটি রেন্ডার করে দেখুন।


ভলিউম লাইট এর বিভিন্ন প্যারামিটার ঠিক করা
লাইট ভলিউমের আকার, রং, উজ্জ্বলতা, শুরু এবং শেষ ইত্যাদি পরিবর্তন করার জন্য;
.          লাইটটি সিলেক্ট করুন
.          মডিফাই প্যানেলে যান।
.          Intensity/Color/Attenuation অংশ থেকে, আলোর উজ্জলতা কম বা বেশি করার জন্য Multiplier অংশে মান কম-বেশি করুন।
.          আলোর রং বদল করার জন্য পাশের রংএর ওপর ক্লিক করুন এবং পছন্দমত রং সিলেক্ট করুন।
.          আলোর শুরু অংশ ঠিক করার জন্য Near Attenuation এবং শেষ প্রান্ত ঠিক করার জন্য Far Attenuation পরিবর্তন করুন।
.          আলোর বিমের আকার পরিবর্তনের জন্য Spotlight Parameter অংশ থেকে Light cone পরিবর্তন করুন।

ভলিউম লাইটের প্রতিটি পরিবর্তন এনিমেট করা যাবে। যেমন এটেনুয়েশন পরিবর্তন করে আলোর বিমের গতি দেখাতে পারেন কিংবা রং পরিবর্তন করতে পারেন।

নয়েজ  ব্যবহার
সাধারনভাবে ভলিউম লাইট মসৃন দেখা যায়। এতে নয়েজ যোগ করে বিভিন্ন ধরনের আলো উস হিসেবে দেখানো যায়। Atmosphere & Effects প্যানেলে Volume Light সিলেক্ট করলে এই অপশনগুলি পাওয়া যাবে। এছাড়া মডিফাই প্যানেল থেকেও Volume Light  সিলেক্ট করে Setup বাটনে ক্লিক করে এই ডায়ালগ বক্স পাওয়া যাবে।

ভলিউম লাইটের ব্যবহার ভালভাবে শেখার জন্য বিভিন্ন প্যারামিটার পরিবর্তন করে ফলগুলি দেখুন।

Tags

advertisement centil

This blog is created for your interest and in our interest as well as a website and social media sharing info Interest and Other Entertainment.